নিউজপিডিয়া ডেস্ক, ১৫ জুনঃ করোনা আবহের মাঝেই নেপাল, পাকিস্থান ও চিনের সঙ্গে লড়াই চলছে ভারতের। কখনও জমি, আবার কখনও অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে। এবার মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গদকারি। রবিবার তিনি বলেন ” ভারত চীন ও পাকিস্থানের জমি চায় না, বরং শান্তি চায়।”
গুজরাটে ‘জন সম্বড়’ র্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, “ভারত সবসময় শান্তি ও অহিংসায় বিশ্বাসী। ভারত কখনই ঝামেলা চায় না।” তিনি জানান, প্রতিবেশী দেশ ভুটান ও বাংলাদেশের সীমান্ত জমি কখনই ভারত কেড়ে নেওয়ার চেষ্টা করে না। পাশাপাশি তিনি করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ” এই মহামারি আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব। শীঘ্রই ভ্যাকসিন আসতে চলেছে।”
গদকারি বলেন, ” ভারত চীন বা পাকিস্থানেরও জমি চায় না। সমগ্র ভারত চায় শান্তি, ভালবাসা ও একতার সঙ্গে অন্য দেশের সঙ্গে কাজ করতে।” লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে তরজায় তিনি একথা বলেন। মোদি সরকারের দ্বিতীয় দফার একবছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, এই সরকারের লক্ষ্য হল দেশের মধ্যে ও দেশের বাইরে ঝগড়া মিটিয়ে শান্তি বজায় রাখা।
মারাঠি লেখক শিবাজি সাওয়ান্তের ‘মৃত্যুঞ্জয়’ কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যারা শক্তিশালী তারাই একমাত্র শান্তি ও অহিংসা স্থাপন করতে পারে।”
নেপাল, পাকিস্থান ও চিনের সঙ্গে লড়াই চলছে ভারতের। কখনও জমি, আবার কখনও অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে। এবার মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গদকারি। রবিবার তিনি বলেন ” ভারত চীন ও পাকিস্থানের জমি চায় না, বরং শান্তি চায়।”
গুজরাটে ‘জন সম্বড়’ র্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, “ভারত সবসময় শান্তি ও অহিংসায় বিশ্বাসী। ভারত কখনই ঝামেলা চায় না।” তিনি জানান, প্রতিবেশী দেশ ভুটান ও বাংলাদেশের সীমান্ত জমি কখনই ভারত কেড়ে নেওয়ার চেষ্টা করে না। পাশাপাশি তিনি করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ” এই মহামারি আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব। শীঘ্রই ভ্যাকসিন আসতে চলেছে।”
গদকারি বলেন, ” ভারত চীন বা পাকিস্থানেরও জমি চায় না। সমগ্র ভারত চায় শান্তি, ভালবাসা ও একতার সঙ্গে অন্য দেশের সঙ্গে কাজ করতে।” লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে তরজায় তিনি একথা বলেন। মোদি সরকারের দ্বিতীয় দফার একবছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, এই সরকারের লক্ষ্য হল দেশের মধ্যে ও দেশের বাইরে ঝগড়া মিটিয়ে শান্তি বজায় রাখা।
মারাঠি লেখক শিবাজি সাওয়ান্তের ‘মৃত্যুঞ্জয়’ কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যারা শক্তিশালী তারাই একমাত্র শান্তি ও অহিংসা স্থাপন করতে পারে।”