
দি থার্ড আই ডেস্ক:করোনা গ্রাস করেছে গোটা বিশ্ব । ভারতেও এই ভাইরাসের তান্ডব চলছে। প্রশাসন সদা তৎপর, তবুও কোথাও যেন খামতি ছিল। এবার ভারতীয় পোস্ট সাড়া দিয়ে এগিয়ে এলো করোনা মোকাবিলায় সাহায্যার্থে। তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দেবে ওষুধ, অর্থ, টেস্টিং কিট, মাস্ক, ভেন্টিলেটর ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী লাল রঙের সেই পরিচিত গাড়িতে করে ছুটবে একস্থান থেকে অন্যত্র। ভারতে প্রায় সর্বত্র এক লক্ষেরও অধিক পোস্ট অফিস রয়েছে।
গোটা ভারত জুড়ে যাত্রী,পণ্য বাহী সকল প্রকার যান চলাচল বন্ধ। তখনই সর্বত্র বিচরণ করবে ভারতীয় পোস্ট বিভাগের গাড়ি। শুধু তাই নয় কেরালা সরকার ঠিক করেছেন, মানুষের টাকার প্রয়োজনে পোস্টাল বিভাগের দ্বারাই অসহায় মানুষদের নিকট অর্থ পৌঁছে দেবে।
সোশ্যাল মিডিয়ার আধিপত্যে পোস্টাল বিভাগ আজ অগোচরে রয়ে গেছে। শুধুমাত্র সরকারি কাজকর্মেই অধিক স্মরণযোগ্য। লকডাউনের সংকটময় এই পরিস্থিতিতে ভারতীয় পোস্টাল বিভাগের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসার যোগ্য।