নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: গাজা থেকে ভিডিও কলে কেরলে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই প্রবল শব্দ। কেটে যায় কল। তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি অ্য়াক্সেলন শহরে কর্মরত নার্স সৌম্য সন্তোষের সঙ্গে। সেখানেই তখন এক বৃদ্ধার দেখাশোনা করছিলেন তিনি। তার ফাঁকেই স্বামীর সঙ্গে কথা বলছিলেন। এরপর তাঁর স্বামী বহুবার চেষ্টা করলেও সৌম্য আর সে ফোন ধরতে পারেননি। অগত্যা গাজাতে বসবাসকারী আরও কয়েকজন পরিচিতদের ফোন করতেই তাঁর স্বামী রকেট হামলার কথা জানতে পারেন। এরপরই এল সেই মর্মান্তিক খবর। স্ত্রী সৌম্যর মৃত্যু সংবাদ। জানতে পারেন গাজায় প্যালেস্তানি জঙ্গি গোষ্ঠী রকেট হামলা চালিয়েছে। ঘটনার কথা প্রকাশ হতেই শোক প্রকাশ করেছেন কেরলের বিধায়ক মনি সি কাপ্পান। সোশ্য়াল মিডিয়ায় তিনি পোস্ট করে লেখেন, কেরলের কয়েক হাজার বাসিন্দা ইজরায়েলে কাজ করেন। বর্তমানে তাঁরা প্রত্য়েকে আতঙ্কের মধ্য়ে রয়েছে। উল্লেখ্য, সোমবার থেকেই প্যালেস্তানি জঙ্গিগোষ্ঠী হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ চলছিল। গাজা এবং জেরুজালেমের একাংশে হামলা চালায় হামাস। পালটা জবাব দেয় ইজরায়েলও। সূত্রের খবর, হামলায় প্রায় ৩২ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। সোমবারের পর মঙ্গলবার এই রকেট হামলা চালায় জঙ্গিগোষ্ঠী।