নিউজপিডিয়া ডেস্ক, ৩০ জুলাইঃ নাগরিকত্ব ইস্যু নিয়ে এনআরসি বিরোধী আন্দোলন এখন করোনার জন্য বন্ধ। কিন্তু সমাজকর্মীরা বা আন্দোলনকারীরা বসে নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁরা লডাই চালিয়ে যাচ্ছেন।
এমনই সমাজকর্মী প্রাণোজিৎ দে আরটিআই করে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন ভোটার কার্ড কি একমাত্র নাগরিকত্বের প্রমাণ হতে পারে? নির্বাচন কমিশন তথ্য জানার আইন ২০০৫ দ্বারা জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩২৬ নম্বর ধারা অনুযায়ী একমাত্র ভারতের নাগরিক হলে তবেই ভোটার কার্ড পাওয়া যায়। অর্থাৎ এর অর্থ দাঁড়ায় ভোটার কার্ড ভারতে নাগরিকরাই পায়। তাই ভোটার কার্ডই নাগরিকত্বের প্রমাণ।
এই নিয়ে প্রাণোজিৎ দে প্রশ্ন তুলেছেন, তাহলে সেই হিসেবে যাদের ভোটার কার্ড দেওয়া হয়েছে তারা নাগরিক বলেই তাদের ভোটার কার্ড দেওয়া হয়েছে।এখন সেই নাগরিকত্ব যদি মিথ্যে হয় তাহলে সেই ভোটার কার্ডের ভিত্তিতে হওয়া ভোট বাতিল হওয়া উচিৎ এবং সেই ভোটের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও বরখাস্ত করা উচিৎ।
উল্লেখ্য, আসামের এনআরসিতে বাদ পড়া ৪০ লক্ষ লোকের মধ্যে অনেকের কাছে ভোটার কার্ড রয়েছে। তাহলে তাঁরা কি কোর্টে সংবিধানের ৩২৬ ধারার উল্লেখ করে নাগরিকত্ব ফিরিয়ে পাবে- এই প্রশ্ন কিন্তু উঠেছে।