আব্দুল ওহাব, গাজোল: সোমবার মালদা জেলার গাজোল ব্লক এর বিভিন্ন জায়গার আদিবাসী কুড়মি সমাজ কালা দিবস পালন করেন। এর পাশাপাশি চাকনোগর অঞ্চলে আদিবাসী কুডমি সমাজ কালা দিবস পালন করে থাকে। তারা হাতে কালো পতাকা ও কালো বেজ পরে পদযাত্রা করেন। এই কালা দিবস পদযাত্রায় উপস্থিত ছিলেন।
নিরঞ্জন মাহাতো গাজোল ব্লক আদিবাসী কুড়মি সমাজের সাধারণ সম্পাদক। লক্ষীরাম মাহাতো কুড়মী সমাজের চাকনগর অঞ্চল সহ- সভাপতি। পরেশ মাহাতো গাজোল ব্লক আদিবাসী কুড়মি সমাজ কোষাধক্ষ্য। জলধর মাহাতো আদিবাসী কুড়মি সমাজ এর চাকনোগর অঞ্চল সভাপতি। শ্যামল মাহাতো সাধারণ সদস্য।
এ ছাড়া উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের সকল সদস্যগণ। এ বিষয়ে আদিবাসী কুড়মি সমাজ এর সাধারণ সদস্য শ্যামল মাহাতো বলেন, আমাদেরকে অতিসত্বর এসটি তালিকাভুক্ত করতে হবে। এবং আমাদেরকে অতিসত্বর এসটি তালিকায় আনতে হবে। না হলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামবো।