সোমনাথ দত্ত,মালবাজার: সোমবার দুপুরে তিন দফা দাবীকে সামনে রেখে “ডুয়ার্স-তরাই আদিবাসী সংবিধানিক অধিকার মঞ্চ” নামের একটি সংগঠন মালবাজার ব্লকের বিডিওর কাছে স্মারক লিপি জমা দিল। এদিন দুপুর ৩ টে নাগাদ সংগঠনের নেতৃত্বে প্রায় শতাধিক আদিবাসী সম্প্রদায়ের নারী, পুরুষ, যুবক, যুবতী সকলের সম্মিলিতভাবে একটি মিছিল মালবাজার শহর পরিক্রমার মধ্য দিয়ে বিডিও অফিসের কার্যালয়ে এসে পৌঁছালে মালবাজার থানার পুলিশ তাদের বিডিও অফিসের গেটের কাছেই আটকে দেয়। সেখানে আদিবাসী সংগঠনটির নেতা ও কর্মীরা তাদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকে। পরে পুলিশের অনুমতিতে ৭ জনের প্রতিনিধি দল বিডিও বিমানচন্দ্র দাসের সঙ্গে দেখা করেন এবং তাঁর হাতে তাদের দাবিসনদ সম্মিলিত স্মারক লিপি জমা দেন।

প্রসঙ্গত সংগঠনটির যুগ্ম সম্পাদক মনোজ দাস বলেন, “আমাদের এই সংগঠনের মধ্যে ১৪ টি আদিবাসী সংগঠনের সদস্যরা রয়েছে। আমাদের মূল দাবি তিনটি। প্রথমত, তরাই ডুয়ার্স এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস হওয়ায় এই অঞ্চলকে ৫ সিডিউলের আওতায় এনে আদিবাসী অটোনোমাস বডি গঠন করতে হবে। দ্বিতীয়ত, ডুয়ার্স ও তরাই এলাকায় আদিবাসীদের একমাত্র ভাষা সাদ্রী ভাষাকে সরকারি ভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। তৃতীয়ত, আমাদের এই এলাকায় ২২ টি আদিবাসী জনজাতি আছে যাদের তপসীলি উপজাতির স্বীকৃতি নেই, তাদের অবিলম্বে উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া। আজ আমরা এই তিনটি দাবীতে বিডিওকে স্মারক লিপি দিলাম। বিডিওর মাধ্যমে উর্ধতন মহলে জানাতে চাই যে আমাদের এই দাবি অবিলম্বে পূরণ হওয়া দারকার।” স্মারকলিপি প্রসঙ্গে বিডিও বিমানচন্দ্র দাস বলেন, বিষয়টি সম্পর্কে উপর মহলে অবগত করা হবে।