নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বাংলা নতুন বছরের সূচনা দিনে ইন্দ্রায়ুধ, কোচবিহার সাংস্কৃতিক আয়োজনে পালন করলেন বর্ষবরণ ও সফদার স্মরণ। অনুষ্ঠানের উদ্বোধন হয় ইন্দ্রায়ুধ সঙ্গীতের মধ্য দিয়ে। সফদার হাসমির প্রতিকৃতিতে মাল্যদান ও বিষয়ভিত্তিক সামান্য আলোচনার পর অনুষ্ঠানের মূলপর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রজ্ঞামিতা গোস্বামী, প্রজ্ঞাময় মজুমদার, অহনা সরকার, বাসবদত্তা চক্রবর্তী, অরূপ দত্ত, ঐতিহ্য দত্ত, তিয়াসা ঘোষ, অর্জয়িতা ঘোষ এবং কনক দত্ত। অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীত পরিবেশনায় ছিলেন সন্দীপা ঈশোর এবং দীপায়ন ভট্টাচার্য।
নৃত্যশিল্পী হিসেবে অনুষ্ঠান পরিবেশন করেন অনন্যা সরকার এবং অভিরতি দত্ত। স্বরচিত কবিতা পাঠ করেন নীলাদ্রি দেব। মঞ্চস্থ হয় অনুনাটক ‘যদি সরকার কিছু মনে করে?’ (রচনা, নির্দেশনা- দীপায়ন ভট্টাচাৰ্য)। সামগ্রিক সঙ্গতে দেবাশিস চক্রবর্তী ও সঞ্চালনায় অনুপ মজুমদার।