সোমনাথ দত্ত, মালবাজার: শিলিগুড়ি নেওটিয়া গেটওয়েল নার্সিংহোম কর্তৃপক্ষ এবং মালবাজার শহরের মেডিলাইফ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ডুয়ার্সের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসার সুবিধার্থে মালবাজার শহরে ইনফরমেশন কাম হেলথ চেকআপ সেন্টার এর উদ্ভোধন করা হলো আজ। এদিন হেলথ চেকআপ সেন্টারে উপস্থিত ছিলেন নেওটিয়া গেটওয়েল নার্সিংহোমের বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলী। এদিন শিশু, হৃদয় ও হাড় বিশেষজ্ঞ চিকিৎসকরা শহরের মেডিলাইফ মেডিসিন সেন্টারে রোগী দেখেন।
এদিন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ অভিষেক বাগচী বলেন, “ডুয়ার্স এলাকার মালবাজার ও তার পার্শবর্তী এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য শিলিগুড়ি শহরে যাতায়াত করেন। তাতে অনেকেরই সমস্যা হয়, এখন থেকে নেওটিয়া গেটওয়েল নার্সিংহোমের তরফে বিশিষ্ট চিকিৎসকরা মালবাজার শহরে আসবেন চিকিৎসা প্রদানের জন্য। তাতে এই অঞ্চলের বহু মানুষ উপকৃত হবেন এবং আমরা এখানে প্রাথমিক সমস্ত পরিষেবা প্রদান করবো।”
অপরদিকে শিশু বিশেষজ্ঞ ডাঃ নুপুর বেইজাল বলেন, “আমাদের হাসপাতালে এই অঞ্চলের বহু মানুষ চিকিৎসার জন্য যান। এখন থেকে প্রাথমিক পরিষেবাগুলন এই শহরেই পাবেন এখানকার আপামোর মানুষজন। তাতে এই অঞ্চলের প্রত্যন্ত মানুষ উপকৃত হবেন।”
আজকের ইনফরমেশন কাম হেলথ সেন্টারের চালুর বিষয়ে নেওটিয়া গেটওয়েল কর্তৃপক্ষর তরফে দেবজিৎ পাল বলেন, “ডুয়ার্সের মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এখন থেকে প্রতিমাসের দুদিন করে আমাদের হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলী শহরে আসবেন এবং রোগী দেখবেন সাথে প্রয়োজনীয় সমস্ত ধরণের প্রাথমিক পরিষেবা এখান থেকেই প্রদান করবেন। এতে রোগীদের সুবিধা হবে।”
এদিনের হেলথ সেন্টার প্রসঙ্গে মেডিলাইফ কর্তৃপক্ষর তরফে রাজীব সরকার বলেন,”আমাদের ডুয়ার্স এলাকার উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের সুদূরপ্রসারি লক্ষ্য নিয়েই নেওটিয়া গেটওয়েল কর্তৃপক্ষের সাথে গাঁটছড়া বাঁধা। আমাদের এখানে হাড়, শিশু, হৃদয়,গাইনি ইত্যাদি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে পরিষেবা প্রদান করা হবে। স্বল্পব্যায়ে উন্নতমানের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পাবেন শহর ও পার্শবর্তী এলাকার মানুষজন। আগামীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।” এদিনের ইনফরমেশন কাম হেলথ সেন্টারে এলাকার অনেকেই চিকিৎসা পরিষেবা নেন।