
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : করোনা সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলায় জেলায় চলছে বিভিন্ন প্রচার ও সচেতনতামূলক কাজকর্ম ।এরকমই এক সচেতনতামূলক অভিনব উদ্যোগ দেখা গেল কোচবিহার জেলায়।কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে শহরের মূল রাস্তা গুলিতে করোনা ভাইরাস সংক্রান্ত ছবি এঁকে চলছে সচেতনতার প্রচার, পাশাপাশি জনগণকে ঘরে থেকে নিরাপদে থাকার বার্তাও দেওয়া হয়েছে ।
করোনা ভাইরাসের প্রতিরোধক হিসেবে বেছে নেওয়া হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে সকলকে ঘরে থাকার আবেদন জানিয়েছে প্রশাসন, তা সত্ত্বেও কিছু মানুষ বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করছে, চলছে জমজমাট আড্ডাও। এহেন পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। সদর জেলা শহরের মূল রাস্তা গুলিতে চলছে সড়ক অঙ্কনের কাজ। কাছাড়ি মোড় থেকে শুরু করা হয় এই অঙ্কনের কাজ। এছাড়া দিনহাটা থানা ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকেও নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই সড়ক অঙ্কনের মাধ্যমে সাধারণ মানুষকে ঘরে থেকে সুস্থ থেকে করোনার বিরুদ্ধে লড়াই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঘরে থেকে প্রশাসনের সহযোগিতা করারও আবেদন জানিয়েছে কোচবিহার জেলা পুলিশ।

