নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: জরায়ু ক্যান্সার কেড়ে নিয়েছে বহু নারীর জীবন, গ্রাম বাংলাতে এই ক্যান্সার আক্রান্ত মহিলার সংখ্যা আরও বেশি, ক্যান্সার আক্রান্ত হলে চিকিৎসার খরচ জোগাড় করা গ্রামের মহিলাদের পক্ষে অসম্ভব। সেই কথা চিন্তা করে আন্তর্জাতিক HPV সচেতনতা দিবস উদ্বোধন হল সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম খাস শাঁকদহে। এটি এক অভিনব প্রজেক্ট, জরায়ু ক্যান্সার নির্মূলীকরন প্রজেক্ট। জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা দেওয়া হল খাস শাঁকদহ ও তার পার্শ্ববর্তী গ্রামের ৫৩ জনকে। আগে থেকে সার্ভে করে বাছাই করা ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের। বিশিষ্ট সমাজ তুহিনা চ্যাটার্জীর নেতৃত্বে, ক্যান্সার ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ও নব দিগন্তের যৌথ উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি পালন হল।

এদিন তুহিনা চ্যাটার্জী বলেন “খাস শাঁকদহ ও তার পার্শ্ববর্তী গ্রামের মেয়েরা সার্ভিক্যাল ক্যান্সারে যেন না মারা যায়, এই ক্যান্সার নির্মূলীকরনই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও উল্লেখ করেন যে, “এই প্রজেক্টে অনুদান দিচ্ছে সুদীপা মেমোরিয়াল ফান্ড। ডাক্তার সুদীপা চ্যাটার্জী ক্যান্সারে অকালে প্রাণ হারান, তাঁর নামে এই ফান্ড গঠিত হয়, আমাদের মূল লক্ষ্য অকালে সুদীপার মত বোনেদের যেন না হারাতে হয়।” নব দিগন্তের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী বলেন “এই প্রজেক্ট গ্রামের মেয়েদের খুব কাজে আসবে। ক্যান্সার আক্রান্তের সংখ্যা ভবিষ্যতে কমবে, এই প্রজেক্ট সুন্দরবন এলাকায় ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, বহু অল্প বয়সী মেয়েরা উপকৃত হবে, ভবিষ্যতে জরায়ু ক্যান্সার এর সম্ভাবনা অনেক কমবে।”

ক্যান্সার ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর সুতপা বিশ্বাস বলেন, “আমরা আজ প্রথম ৫৩ জন মেয়েকে প্রথম ডোজ ভ্যাকসিন দিলাম ৬ মাস পর আবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।”

এই উদ্যোগের আন্তর্জাতিক উপদেষ্টা ডাঃ মৌসুমী ব্যানার্জি (প্রফেসর অফ পাবলিক হেলথ রোগেল ক্যান্সার সেন্টার অফ দ্যা ইউনিভার্সিটি অফ মিচিগান) এবং ডাঃ অনিন্দ্য ভট্টাচার্য, (সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অফ নিউরো ইমিউনোলজি রিসার্চ অ্যাট জনসন ও জনসন ফার্মাসিউটিক্যল, ইন স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া)।
এদিন উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ অঙ্কিতা হালদার, ডাঃ দেবপ্রিয় ব্যানার্জি, মৌসুমী বিশ্বাস, স্বাস্থ্যকর্মী রুপা নাইয়া প্রমুখরা। এদিন নব দিগন্তের প্রায় ৩০ জন স্বাস্থ্যব্রতী স্বাস্থ্যসেবিকা এই ক্যাম্পে সাহায্য করেন, ইব্রাহিম তরফদার, ইউসুফ কয়াল সহ নব দিগন্তের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।