নিউজপিডিয়া ডেস্ক: প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত তৈরির আর এক ধাপ এগিয়ে নতুন ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারি প্রকল্পের টেন্ডারে অংশ নিতে পারবে না। তবে ২০০ কোটি টাকার বেশি অঙ্কের টেন্ডারে তারা অংশ নিতে পারবে। রবিবার এই বিষয় সম্পর্কিত নিয়মের সংশোধন করেছে অর্থ মন্ত্রক। এবিষয়ে অর্থ মন্ত্রক এক বিবৃতি জারি করেছে।
সেই সংশোধনীতে বলা হয়েছে যে, এখন থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত টেন্ডারে গ্লোবাল টেন্ডার এনকোয়ারিকে বা জিটিই-কে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশীয় ক্ষুদ্র, ছোটো এবং মাঝারি শিল্পের সঙ্গে জড়িত সংস্থগুলিকে বিশেষ সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত।
এদিকে রাজ্যস্তরে নির্দিষ্ট সংস্কার কাজে চলতি অর্থবর্ষের মোট ঘরোয়া উৎপাদনের ২ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ঋণ নেওয়ার জন্য রাজ্যগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে। ক্ষুদ্র, ছোটো এবং মাঝারি শিল্প ও অন্যান্য ব্যবসার ক্ষেত্রে ৩ লাখ টাকার গ্যারেন্টার ছাড়া ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তার জন্য ১.২ লাখ কোটি টাকা মঞ্জুর করাও হয়। ইতিমধ্যে ৬১,৯৮৭ কোটি টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক।
অপরদিকে ঠিকাদার সংস্থাগুলিকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ শেষ করতে অতিরিক্ত ৬ মাস পর্যন্ত সময় দেওয়ার জন্য রেল, সড়ক পরিবহন মন্ত্রক ইত্যাদির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ এক্সপেনডিচার এর পক্ষ থেকে।