ধুপগুড়ি,নিবারণ রায়ঃ সরিষার বীজ এর উপর অতি ক্ষুদ্রতম ভারতীয় জাতীয় পতাকার চিত্র অঙ্কন করেন “ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস”এ নাম তুললেন ধুপগুড়ি গধেয়ারকুঠি অঞ্চলের পারকুমলাই গ্রামের ছাত্র চন্দন রায়। তিনি মাত্র 3.9 মিলিমিটার সরিষার বীজ এ জাতীয় পতাকার চিত্র অঙ্কন করে এ রেকর্ডটি করে তুললেন।
চন্দন রায় বর্তমানে গুজরাট এর নাভ্সারী এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র। পতাকার চিত্রটি অঙ্কন করতে তার মোট সময় লাগে ১০ মিনিট এবং এখানে তিনি কৃত্রিম রং ব্যবহার করেছেন। চন্দন রায়ের বাবা মনিন্দ্র নাথ রায় জানান “চন্দন ছোট থেকেই ছবি আঁকার ক্ষেত্রে খুবই মনোযোগী এবং কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান সাহায্য ছাড়াই নিজের একান্ত প্রয়াসে আজকের এই সাফল্য অর্জন করেছে।” স্বভাবতই ১৫ ই আগস্ট এর প্রাক্কালে গ্রামের ছেলের ইন্টারন্যাশনাল বুক রেকর্ডে নাম ওঠায় খুশির হাওয়া বইছে।চন্দন রায়ের বাবা-মা,আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা অত্যন্ত খুশি বলে মত প্রকাশ করেছে।