নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির উভয়ের এক সাক্ষাতের সমালোচনা করেছে ইরান।
রাফায়েল গ্রোসিকে কটাক্ষের সুরে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, ‘আপনার সামাজিক দূরত্বের পাশাপাশি রাজনৈতিক দূরত্বও মেনে চলা উচিত।’ পাশাপাশি তিনি আইএইএ-এর প্রধানকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখারও আহ্বান জানিয়েছেন।
ইরানের পরমাণু সমঝোতা দেখভালের দায়িত্বে রয়েছে আইএইএ। ইরান মনে করে, এই সংস্থাটিকে ব্যবহার করছে আমেরিকা। সেইসঙ্গে ইরানের বিরুদ্ধে চাপপ্রয়োগে কঠোর হতে ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণের পন্থা অবলম্বন করাই হচ্ছে ব্রায়ান হুকের কর্মজীবনের একমাত্র দায়িত্ব।
প্রসঙ্গত হুকের সঙ্গে গ্রোসির সম্প্রতি এক সাক্ষাতের ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতে দুই কর্মকর্তাকে কাছাকাছি দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনও সতর্কতা অবলম্বন ছাড়াই কথা বলতে দেখা গেছে। যদিও বিশ্বব্যাপী অতিমারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দুই ব্যক্তির মধ্যে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে চলছেন বিশ্ব নেতৃবৃন্দ।