নিউজপিডিয়া বিনোদন ডেস্ক: ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত, গোবিন্দা-ডেভিড ধাওয়ান জুটির মেগাহিট ছবি ‘কুলি নং ১’ পুনরায় আসতে চলেছে পরিচালক পিতা এবং অভিনেতা পুত্রের যুগলবন্দীতে। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন সারা আলি খান। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা ছিল ১লা মে ২০২০। কিন্তু, মহামারীর কারণে থিয়েটারগুলি বন্ধ থাকায় এই ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে। তাই ছবির নির্মাতা সংস্থা ‘কুলি নং ১’ এর ডিজিটাল মুক্তির বিষয়টি বিবেচনা করছেন।
সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের সাথে এই বিষয়ে আশাব্যঞ্জক আলোচনা হয়েছে। সংস্থাটি একটি মোটা অঙ্কের আর্থিক প্রস্তাবনা রেখেছে নির্মাতাদের কাছে। যদিও ছবির পরিচালক এবং অভিনেতা বরুণ ধাওয়ান ছবিটির ডিজিটাল মুক্তিতে খুব বেশি আগ্রহী নন। তারা অপেক্ষা করতে চান।
তবে ছবির প্রোডাকশন কোম্পানি পূজা এন্টারটেইনমেন্ট আর অপেক্ষা করতে রাজি নয়। ইতিমধ্যেই একাধিক বড় ব্যানারের সিনেমা ডিজিটাল প্লাটফর্মে মুক্তি লাভ করেছে। তাই নির্মাতা সংস্থা যদি ‘কুলি নং ১’ এর ডিজিটাল মুক্তির সিদ্ধান্ত নেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না।