নিউজপিডিয়া ডেস্ক, ২১ জুনঃ সীমান্ত নিয়ে ভারত-চিন দ্বৈরথ অব্যাহত। এর জেরে সম্প্রতি গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। তারপর থেকেই শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি, একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ব্যক্তির ক্ষতবিক্ষত পিঠের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকে তাঁকে ভারতীয় বলে দাবি করছেন। এমনকি দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিজীবীও এই দাবি করেছেন।
কিন্তু নিউজপিডিয়া ফ্যাক্ট চেক টিম ছবিটি পরীক্ষা করে দেখে এটা সেনার ছবি নয়। ছবিটি চার বছরের পুরানো। ২০১৬ সালে থাইল্যান্ডের বলেন বিভিন্ন ব্লগে ছবিটি শেয়ার করা হয়। kaupyime.blogpost.com নামে এক ব্লগেও ছবিটি চার বছর আগে শেয়ার করা হয়। ড. আনন্দ রাই নামে এক সমাজকর্মী ফেক ছবিটি শেয়ার করার পর সেটি ভাইরাল হয়।