
মোশাররাফ চৌধুরী: কোভিড-১৯ এর চিকিৎসা নিয়ে গবেষণার শেষ নেই। বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা যখন লেগে রয়েছেন এর টিকা আবিষ্কারের জন্য। তখন ইজরায়েলের বিজ্ঞানীরা গবেষণাগারে করোনা ভাইরাসের একটি মৌলিক অ্যান্টিবডি আলাদা করতে সক্ষম হওয়ার বিষয়টি জানিয়েছে। এমনই দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সেই অ্যান্টিবডি সংরক্ষণ করা হয়েছে দেশটির প্রধান প্রাণবিজ্ঞান গবেষণাগারে।
মারন করোনা ভাইরাসের চিকিৎসায় একে ‘বিরাট সাফল্য’ আখ্যা দিয়েছেন ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। তিনি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, মনোক্লোনাল এ অ্যান্টিবডি শরীরে করোনা ভাইরাসের বাহককে নিষ্ক্রিয় করতে সক্ষম। ইজরায়েল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চে এটি তৈরি করা হয়েছে।
গত সোমবার ওই গবেষণাগারে যাওয়ার কথা স্বীকার করেন মধ্য প্রাচ্যের দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তাঁকে করোনা চিকিৎসায় নব আবিস্কার সম্পর্কে অবহিত করা হয়।
করোনা যুদ্ধে জয়ী রোগীদের রক্ত পরীক্ষা-নিরীক্ষাসহ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ব্যাপক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আইআইবিআর। করোনা থেকে মুক্তি পাওয়া রোগীদের ইমিউন সিস্টেম প্রোটিনগুলোর নমুনায় পাওয়া অ্যান্টিবডিকে এ রোগের সম্ভাব্য চিকিৎসা আবিষ্কারে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইআইবিআরের পরিচালক স্মুয়েল সাপিরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অ্যান্টিবডিটির ফর্মুলার স্বত্ব নেওয়া শুরু হয়েছে, শীঘ্রই কোনো আন্তর্জাতিক ওষুধ কোম্পানিকে এর উৎপাদনের দায়িত্ব অর্পণ করা হবে।