সোমনাথ দত্ত, মালবাজার: করোনা মোকাবিলায় সমগ্র রাজ্য জুড়েই চলছে বিধিনিষেধ। এই পরিবেশে বহু মানুষই করোনায় আক্রান্ত হয়ে রয়েছেন গৃহবন্দি। কাজকর্ম একপ্রকার বন্ধই বলা চলে। কেউ কেউ আবার পেশা বদলে জীবন সংগ্রামে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই অবস্থায় মালবাজার শহরের দুস্থ মানুষের পাশে এসে দাড়ালো জলপাইগুড়ি জেলার মালবাজার থানার পুলিশ কর্মীরা। সোমবার দুপুরে মালবাজার থানার চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার ৭০ জন দুস্থ মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রানের মধ্যে ছিল চাল, তেল, সোয়াবিন, বিস্কুট সহ অন্যান্য সামগ্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া, মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা, মালবাজার পৌরসভার প্রশাসক স্বপন সাহা সহ অন্যান্যরা।
ত্রান বন্টনের আগে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “করোনা পরিস্থিতিতে বহু মানুষের জীবন জীবিকায় সমস্যা হয়েছে। প্রশাসনের কাজের পাশাপাশি এইসব মানুষের পাশে সাহার্য্য করবার উদ্যোগ নিয়েছে পুলিশ কর্মীরা। গত বছরও এই ভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুস্থ মানুষদের সাহায্য করা হয়েছিল। আগামী দিনেও এভাবেই মানুষের পাশে পুলিশকর্মীরা থাকবেন।”
পৌর প্রশাসক স্বপন সাহা বলেন, “আজ পুলিশের পক্ষ থেকে ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের এই উদ্যোগকে অভিনন্দন জানাই।” এদিন এলাকার ৭০ জন দুস্থ মানুষকে ত্রান দেওয়া হয়। এছাড়াও এদিন জেলা পুলিশ সুপার গত কয়েক দিনে মালবাজার থানার পুলিশের উদ্যোগে বেশকিছু চোরাই সামগ্রী উদ্ধার হয়। যারমধ্যে রয়েছে স্থানীয় ৭ নং ওয়ার্ডের সুর্যসেন কলোনির একটি মন্দির থেকে চুরি যাওয়া পুজোর ঘন্টা, অলংকার, বেশ কয়েকটি টিভি, একটি চাবাগান থেকে চুরি যাওয়া চাপাতা সহ অন্যান্য বহু সামগ্রী তা দেখিয়ে বলেন, “পুলিশ গত কয়েক দিন অভিযান চালিয়ে এই সব চোরাই সামগ্রী উদ্ধার করেছে। এজাতীয় অভিযান পুলিশের পক্ষ থেকে নিয়মিত ভাবেই চালানো হয়ে থাকে। চুরি যাওয়ার অল্প দিনের মধ্যেই তা উদ্ধার করেছেন পুলিশ কর্মীরা।” এটা পুলিশের এক সাফল্য বলেই মনে করা হচ্ছে। পুলিশের প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজের দায়িত্ব আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হলো বলেই অনুমান।