জলপাইগুড়ি, ১৭ জুলাই: মাধ্যমিকে বাজিমাত করেছিল শহর জলপাইগুড়ি। এবার ফের উচ্চমাধ্যমিকেও সাফল্য কুড়োল জলপাইগুড়ি জেলা। রাজ্যের সেরা দশের মেধা তালিকায় রয়েছে জলপাইগুড়ি জেলা স্কুলের চার পড়ুয়া।
জানা যায়, উচ্চমাধ্যমিকে ৪৯৫ পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে জলপাইগুড়ির মৃন্ময় মন্ডল। সে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র।
এখানেই থেমে থাকেনি জলপাইগুড়ি জেলা স্কুল। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে চার কৃতীই এই স্কুলের। অপর তিন কৃতীর নাম নিলাজ্বা দাস, দেবাজিত রায় ও অগ্নিভা সরকার।
নিলাজ্বার প্রাপ্ত নম্বর ৪৯৩। দেবাজিত ও অগ্নিভা পেয়েছে ৪৯১ ও ৪৯০।
উল্লেখ্য যে, এই বিদ্যালয় থেকেই মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছিল বরুনাদিত্য সাহা।