নিউজপিডিয়া ডেস্ক: জাতীয় সম্মেলনের (এনসি) প্রধান ফারুক আবদুল্লাহ বলেছেন যে তাঁর দল জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে “সুপ্রিম কোর্টের দিকে তাকায়ে” রয়েছে। জম্বু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে এই অঞ্চলটি কেন্দ্রীভূত অঞ্চল (ইউটি) থাকাকালীন তিনি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
বর্তমান এনসির সভাপতি জুনিয়র আবদুল্লাহ সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলেছেন,” আমার পক্ষ থেকে আমি খুব স্পষ্ট করে বলছি যে জম্বু ও কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল থাকা অবস্থায় আমি কোনও বিধানসভা নির্বাচনে অংশ নেব না। এই ভূমিতে সর্বাধিক ক্ষমতায়িত অ্যাসেমব্লির সদস্য হয়েও এবং ছয় বছর ধরে এই অ্যাসেমব্লির নেতা হিসাবে থাকার পরও আমি পার্লামেন্ট এর সদস্য হতে পারব না কারন তারা আমাদের সাথে অন্যায় করেছে।”