
দ্য থার্ড আই ডেস্ক: করোনা ভাইরাস মোকাবেলায় থেমে নেই গবেষণা। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান অনবরত কাজ করে চলেছে। কোন কোন ক্ষেত্রে লক্ষণ ছাড়ায় কোভিড-১৯ ধরা পড়ছে। সংক্রমণ নিশ্চিত হতে পারলে চিকিৎসা প্রক্রিয়া যেমন সহজ হয়, তেমনই ব্যবস্থা গ্রহণেও সুবিধা হয়। এমন সময় জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সম্ভাব্য ১৩টি উপসর্গ চিহ্নিত করেছে। এইরকম অবস্থা দেখা দিলে বিলম্ব না করে চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া কোভিড-১৯ আক্রান্তের লক্ষণগুলোর তালিকা নিম্নরূপ-
১. ঠোঁট বেগুনি রঙের হয়ে যাওয়া, ২. দ্রুত শ্বাস নেওয়া, ৩. হঠাৎ দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা, ৪. অল্প হাঁটাচলা করাতেই শ্বাস নিতে কষ্ট হওয়া, ৫. বুকে ব্যথা, ৬. শুয়ে থাকতে না পারা, উঠে না বসলে শ্বাস নিতে না পারা, ৭. শ্বাস নিতে কষ্ট হওয়া, ৮. হঠাৎ শব্দ করে শ্বাস নিতে শুরু করা, ৯. অনিয়মিত নাড়ির স্পন্দন এবং মনো-নির্ভর ৪টি উপসর্গ হচ্ছে: ১. মলিন চেহারা, ২. অদ্ভুত আচরণ করা, ৩. অন্যমনস্কভাবে প্রশ্নের উত্তর দেওয়া, ৪. বিভ্রান্ত হয়ে যাওয়া, উত্তর দেওয়ায় অপারগতা।
বর্তমানে জাপানে হালকা উপসর্গ দেখা দেওয়া রোগীদের বাড়িতে অথবা হোটেলে বিশেষ ব্যবস্থার সঙ্গে রাখা হচ্ছে। এই ব্যবস্থা হাসপাতালগুলোর কিছুটা হলেও চাপ কমাতে সাহায্য করবে। রোগীদের মধ্যে ১৩টি উপসর্গের যে কোনো একটি দেখা গেলে দ্রুত এদের হাসপাতালে স্থানান্তরিত করা হবে। আবার এই উপসর্গের উপর ভিত্তি করে নিজের অবস্থান সম্পর্কে অবগত হওয়া যাবে।