নিউজপিডিয়া ডেস্ক, ২২ জুলাইঃ বুধবার প্রয়াত উত্তরবঙ্গ সংবাদের সহযোগী সম্পাদক ড: রহিত বসু। তাঁর মৃত্যুতে সংবাদমাধ্যম জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি, বিজ্ঞাপনী সংস্থাতেও কাজ করেছেন। বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর লালারসের পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ”বিশিষ্ট সাংবাদিক রহিত বসুর মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। রহিতবাবু উত্তরবঙ্গ সংবাদ সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। রাজনৈতিক সংবাদদাতা হিসাবে তাঁর বিশেষ সুনাম ছিল। উত্তরবঙ্গ সংবাদের জগতে তাঁর মৃত্যুতে অত্যন্ত ক্ষতি হল। তিনি প্রথম জীবনে আনন্দবাজার পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে আমার অনেকদিনের পরিচয় ও হৃদ্যতা ছিল। তাঁর প্রয়াণে সাংবাদিকতার জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি রহিত বসুর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
রসায়নের ছাত্র ড. বসু কিছুদিন বাম রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। আনন্দবাজারের পর খাস খবর, তারা নিউজ, একদিন, উত্তরবঙ্গ সংবাদ সহ বিভিন্ন মিডিয়ায় উচ্চপদে কাজ করেছেন। পাঠকমহলে তাঁর লেখা বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। উত্তরবঙ্গ সংবাদের সম্পাদক সব্যসাচী তালুকদার ড. বসুর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
ওঁর লেখা উত্তর বঙ্গ সংবাদের সব কটি প্রসঙ্গ ই আমার ভালো লাগতো। গভীর শোক প্রকাশ করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।