নিউজপিডিয়া ডেস্কঃ ২৭ মার্চ থেকে শুরু হয়েছে বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রথম দফায় ভোট হয়েছে মেদিনীপুরের বিধানসভা কেন্দ্রে। যে কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী জুন মালিয়া। সম্প্রতি তাঁর করা একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তিনি নির্দেশ দিয়েছেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করার জন্য। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি অন্য কিছুর নয়, নির্বাচনী প্রচারের উদ্দেশ্যেই সাংবাদিক ও জুন মালিয়ার দলীয় কর্মীদের নিয়ে খোলা হয়েছিল গ্রুপটি। আর তাঁর কেন্দ্রে ভোট পর্ব মিটতেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করার নির্দেশ দিয়ে বিজেপির কটাক্ষের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, “এই সুন্দর যাত্রার জন্য সবাইকে শুভেচ্ছা। সবার প্রচেষ্টা ছাড়া এই কঠিন কাজ সম্ভব হত না। আমি সবাইকে অনুরোধ করছি আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখার জন্য।আমি এই গ্রুপটি মুছে ফেলতে বলছি। কারণ প্রচারের উদ্দেশ্যে এই গ্রুপ তৈরি করা হয়েছিল এবং সেটি মিটে গেছে।”
তাঁর এই মেসেজ প্রসঙ্গে বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি শুভজিৎ রায় কটাক্ষ করে বলেন, “উনি বুদ্ধিমতীর মতো কাজ করেছেন। উনি মেদিনীপুরে ভোট দাঁড়াতে এসেছিলেন, রাজনীতি করতে নয়। ভোট মিটে গিয়েছে। হার নিশ্চিত বুঝতে পেরে গিয়েছেন। এখন আর ওই গ্রুপ রাখার দরকার কী। উনি যদি এক শতাংশও আশা করতেন যে জেতার সম্ভাবনা আছে, তাহলে অন্তত গণনার দিন পর্যন্ত গ্রুপ রাখতেন।”