ফিরোজ হক্, মেটেলী: যৌথ উদ্যোগে জঙ্গল সাফাই করা হলো চালসায়। বুধবার সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত চালসার খুনিয়া বিটে জঙ্গল সাফাই করে চালসা নেচার স্টাডি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেটেলী শাখা ও বাতাবাড়ির দিশারী কোচিং সেন্টারের শিক্ষার্থীরা।

এদিন তারা চালসা খুনিয়া বিটের বিস্তীর্ণ অঞ্চল পরিষ্কার করেন। আবর্জনা, প্লাস্টিকজাত দ্রব্য, কাঁচের বোতল সহ একাধিক বর্জ্য উদ্ধার হয় জঙ্গল থেকে। এদিনের সাফাই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী সুমন চৌধুরী, অজয় গুরুং, দিশারী কোচিং সেন্টারের শিক্ষক বিশ্বনাথ রায়, দীপঙ্কর রায়, নাসির ইসলাম, উৎপল রায় প্রমুখ।
