মেখলিগঞ্জ, ১৬ জুলাই: সিবিএসই মাধ্যমিক বোর্ড পরিক্ষায় ৯৪.৮ শতাংশ নম্বর পেয়ে মেখলিগঞ্জের মুখ উজ্জ্বল করলেন স্নেহা সরকার। জলপাই গুড়ির টেকনো ইন্ডিয়া বিদ্যালয়ের এই ছাত্রী ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চায়। স্নেহার পিতা উত্তম সরকার চ্যাংড়া বান্দার একজন বিশিষ্ট এক্সপোর্ট ও ইম্পোর্টার। মেয়ের এত ভালো রেজাল্ট নিয়ে আনন্দিত পরিবারের সকলে।