নিউজপিডিয়া ডেস্ক, ১৪ জুলাইঃ মঙ্গলবার বিজেপির ডাকা বনধে উত্তরবঙ্গ জুড়ে ভালোই সাড়া পড়েছে। এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে তৃণমূল -বিজেপি সংঘর্ষ হচ্ছে। এদিন কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি এলাকায় তৃণমূল নেত্রী তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূলের দাবি, এদিনে অফিস যাওয়ার সময় ঘুঘুমারির কদমতলা এলাকায় তাঁর গাড়ি আটক প্রথমে পাথর ছোঁড়ে ও পরে লোহার রড দিয়ে গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কল্যাণী পোদ্দার বলেন, “অফিসে আসার সময় আচমকাই বিজেপির গুন্ডারা আমার গাড়িতে প্রথমে পাথর ছোঁড়ে, কাঁচ ভেঙ্গে পাথর গাড়ির ভিতরে চলে আসে। এরপরেই লোহার রড দিয়ে গাড়ির উপড়ে হামলা করা হয়। ওই অবস্থায় সেখান থেকে চলে আসি। এটা আমাকে খুন করার জন্য পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে।”

জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থ প্রতীম রায় ফেসবুকে লেখেন, “অনৈতিক বন্ধের নামে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেত্রী কল্যানী পোদ্দারের উপর বিজেপি বাহিনীর আক্রমণ ও তার গাড়ি ভাংচুরের প্রতিবাদে ধিক্কার মিছিল ও পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করা হল। আগামীকাল জেলায় শিক্ষকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।”
যদিও এই ব্যাপারে বিজেপির প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।