নিউজপিডিয়া বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরবর্তী সময় থেকেই বলিউডে লেগে আছে স্বজনপোষণের বিতর্ক। বাদ যাননি করণ জোহরও। এই ঘটনার পর থেকেই বি-টাউনে ‘নেপোটিজম’ বিতর্কে একাধিক আক্রমণের মুখে পড়েছেন করণ। এই কারণেই মুম্বই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ (MAMI)-এর বোর্ডের কাছে ইস্তফা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন করণ জোহর-এমনই মনে করা হচ্ছে।
‘পিঙ্কভিলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, করণ তার ইস্তফাপত্র বোর্ডের পরিচালক স্মৃতি কিরণের কাছে জমা দিয়েছেন। নেপোটজম বিতর্কে করণ বলিউডের কোনো তারকাকেই পাশে পাননি। সেই কারণে করণ মর্মাহত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এমনকি এই বিষয়ে করণকে পুনঃবিবেচনাও করতে বলা হয়। বোর্ডের সভাপতি দীপিকা পাডুকনও করণকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।
সুশান্তের মৃত্যুর পর থেকেই নানারূপ বিতর্কের সম্মুখীন হতে হয়েছে করণকে। এমনকি বিতর্কের মধ্যে ‘শো কপি উইথ করণ’-এর কথাও উঠে এসেছে। এই শো বন্ধ হয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।
জানা যায়, ১৪ জুনের পর থেকে করণ তার টুইটারে কোনো পোস্ট করেননি। করণ তাঁর টুইটার থেকে বহু তারকাকেও ফলো করা বন্ধ করা দিয়েছেন। বিশেষ সূত্রের খবর, করণ তার টুইটারে মোট ৮ জনকে ফলো করছেন। যার মধ্যে মাত্র ৪ জন বলিউডের তারকা।