নিউজপিডিয়া ডেস্ক: দশচক্রে ভগবানও হয়ে যায় ভূত। তেমনই ঘটলো ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরের সঙ্গে। এবার কেরালায় একদল যুব কংগ্রেস কর্মীর রোষের মুখে পড়লেন মাস্টারব্লাস্টার। সচিনের কাট আউটে ঢালা হল পোড়া তেল। কংগ্রেসের অভিযোগ, সচিন তেন্ডুলকর টুইট করে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানোরই বার্তা দিয়েছেন।
Enough evidence to prove nobody can tar Sachin's image in India. It just won't stick 🙂 pic.twitter.com/W08zsrTO6Y
— Gabbbar (@GabbbarSingh) February 6, 2021
গত বুধবার রিহানা, গ্রেটা থুনবার্গদের টুইটের জবাবে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দেওয়া হয়। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আগে সত্যিটা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পরেই বিদেশ মন্ত্রকের জারি করা ওই বিবৃতি বলিউড তারকারা একই সুরে টুইট করতে থাকেন। অক্ষয় কুমার ও সাইনা নেহাওয়ালের টুইটের দাঁড়ি, কমা পর্যন্ত এক ছিলো। তাতে সামিল হন সচিনও। তিনি লেখেন, ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাইরের লোকজন দর্শক হতে পারে, তবে অভ্যন্তরীণ বিষয়ে অংশ নিতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আসুন আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকি’। সচিনের এই টুইটের পরেই তাঁর একাধিক ভক্ত জবাব দিতে থাকেন। কেউ বলেন, ‘আপনার গুণমুগ্ধ ভক্ত ছিলাম। আজকের পর আপনার একটা ভক্ত কমে গেল।’
আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনাকে দেশের কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। তখন সংসদে যেতেনই না। আর এখন পরামর্শ দিতে চাইছেন!’ একজন নেটিজেন লেখেন, ‘টুইট করার আগে ক্রিকেটের ভগবান ছিলেন, টুইট করার পর আম্বানির কুকুর!’