
মনিরুল ইসলাম
এক মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা ছেলেটি আজ বলিউডের শ্রেষ্ঠ অভিনেতা, যার নাম শাহরুখ খান। নিজের স্বচক্ষে দেখেছিলেন যিনি দারিদ্র্যতা কে, তাঁর পিতা যখন মৃত্যুশয্যায়, সেই অভাবের দিনগুলোতে পিতার ইঞ্জেকশন খরিদ করার অর্থ ছিলোনা তার পকেটে। তাই হয়তো আজ এই মানুষটি দরিদ্র, অসহায় মানুষদের দান করার সময় বড়াই করেন না। আজ যখন করোনায় আক্রান্ত সমগ্র পৃথিবী, বাদ যায়নি প্রিয় মাতৃভূমিও। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন, গৃহবন্দী। বলিউডের বাদশা সেইসময় আড়াল থেকেই সাহায্য করে যাচ্ছিলেন এই অসহায় দুস্থ মানুষদের।
কিন্তু সোশাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়, এই বিপদের দিনে বলিউড বাদশা নিশ্চুপ হয় বসে আছেন কেন? এমনকি তাঁর ভক্তরাও ঠিক বুঝতে পারছিলেন না বাদশার নিরবতার কারণ। আসলে তিনি চাননা তার এই সাহায্য কেউ জানুক, এটা তিনি তাঁর বাবার কাছে শিখেছেন। কিন্তু চারদিকের কোলাহল তাকে বাধ্য করলো নিরব অর্থ সাহায্য করা থেকে বেড়িয়ে আসতে। তাই একপ্রকার বাধ্য হয়েই খোলস মুক্ত হয়ে বেড়িয়ে এলেন কিং খান। ঘোষণা করলেন মানবতার সেবায় একগুচ্ছ পরিকল্পনা। যা দেখে তার অতিবড় হেটার্সরাও বলছে কিং খান তো কিং খানই।
এই দূর্যোগের দিনে দেশ ও দেশের মানুষকে সাহায্য করার জন্য তাঁর তিনটি সংস্থা ভিন্ন ভিন্নভাবে সহযোগিতা করবে বলে ঘোষনা করলেন তিনি। শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে মোটা অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করবে, তাঁর আইপিএল দল কে. কে. আর প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে আর্থিক সাহায্য করবে, এবং তাঁর এন.জি.ও ‘মীর ফাউন্ডেশন’ ও কে. কে. আর মিলিতভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং মহারাষ্ট্র সরকারের সাথে একযোগে কাজ করবে এবং এরই সাথে ৫০০০০ পিপিই কিট প্রদান করবে। মীর ফাউন্ডেশন লকডাউনে বেকার হয়ে যাওয়া মুম্বাই এর ৫৫০০ পরিবার কে এক মাসের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার পাশাপাশি, ২৫০০ দিনমজুর পরিবারকে একমাস সমস্ত কিছু দিয়ে সাহায্য করবেন। সব মিলিয়ে মোট ১০০০০ মানুষের দ্বায়িত্ব নিলেন কিং খান।
এদিন শাহরুখের সাহায্যের আশ্বাস নিশ্চিত হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাহরুখকে টুইট করে ধন্যবাদ জানান।এরপরই শাহরুখ বাংলায় টুইট করে মুখ্যমন্ত্রীকে বলেন, দিদি আপনার নিঃস্বার্থ মানবিক কাজে একজন ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য। এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এমন একজন ভাই পেয়ে আমি ধন্য যে, সবসময় ভাই হিসেবে নিজের দ্বায়িত্ব পালন করে”। তবে শাহরুখ খান মোট কত টাকার সাহায্য করছেন, তা তিনি গোপন রেখেছেন, জানাতে চাননি তার সংস্থার কোনো কর্মকর্তাও।