সোমনাথ দত্ত, মালবাজার: রাতের অন্ধকাররে বুনো হাতির দল ভেঙ্গে ফেললো রান্না ঘর সঙ্গে নষ্ট করলো এলাকার আবাদি ও গাছপালা। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার লিস রিভার চা বাগানের হোপ ডিভিশন এলাকায়। প্রসঙ্গত জানা গেছে, গতকাল গভীর রাতে লিস রিভার চা বাগানের হোপ ডিভিশনে চলে আসে একটি দাঁতাল হাতি। রাতেই এলাকায় তান্ডব চালায় হাতিটি।
এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্য সিবিস্তিয়ানি এক্কা বলেন, “আগেও আমার বাড়ি ভেঙ্গেছে হাতি। গতকাল রাতে তার ঘেরা জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি প্রথমে এলাকার কয়েকটি গাছ ভাঙ্গে এরপরই আমার বাড়ির রান্নাঘর ভেঙ্গে তছনছ করে। ভয়ে অন্য জায়গায় পালিয়ে যাই। পরে রাত তিনটে নাগাদ পুনরায় জঙ্গলে ফিরে যায় হাতিটি। আমরা চাই বন দপ্তরের তরফে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক।”
প্রসঙ্গত বনদপ্তর সূত্রে জানাগেছে, “নিয়ম মেনে আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী ক্ষতিপূরণ পাবে পরিবারটি।”