
ফিরোজ হক্: লকডাউনের পরবর্তী সময় থেকেই দিন আনা দিন খাওয়া পরিবারগুলির অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। এমতাবস্থায় তাদের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দাঁড়ালেও সেই সমস্ত হতভাগা মানুষদের সমস্ত দায়িত্ব নিতে পেরেছে কি না তা নিয়ে সংশয় থেকে যায়। এইরূপ পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন কচি পাতা পরিবার।
এর পূর্বেও কচি পাতা প্রকাশনার তরফে অনেকগুলি পরিবারকে ত্রাণ বিলি করা হয়েছে। আজ আবার টোটো করে রাজকুসুম গ্রামের তিনটি পাড়ায় মোট ৫০ পরিবারকে ত্রাণ সাহায্য করলো কচি পাতা পরিবার। শনিবার সারাদিন ধরে টোটো করে রাজকুসুম গ্রামের লোহার পাড়া, বাগদি পাড়া ও রুইদাস পাড়ায় ঘুরে ঘুরে অসহায় পরিবারগুলিকে চাল, ডাল, সোয়াবিন, সাবান ইত্যাদি খাদ্যসামগ্রী তুলে দিল তারা।
কচি পাতা প্রকাশনার এই মহান উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করেছে রাজা, বিশ্বরূপ ও তিলক নামের যুবকেরা। কচি পাতা প্রকাশনার মূল উদ্যোক্তা দিপাঞ্জন দাস বলেন, “আগামীতেও আমরা এভাবেই বিভিন্ন স্থানে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছি।”
কচি পাতা প্রকাশনার এই উদ্যোগের প্রশংসা করতেই হয়। সেইসঙ্গে কচি পাতা প্রকাশনার মতোই অন্যান্য সংস্থা এভাবেই মানুষের পাশে দাঁড়ালে দিন আনা দিন খাওয়া পরিবারগুলি দু মুঠো খেয়ে দিনযাপন করতে পারবে।