বিশেষ প্রতিনিধি: বুধবার থেকেই সুপার সাইক্লোন আম্ফান তার ক্ষমতা প্রদর্শন করেছে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদেনিপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। আম্ফানের রোষানল থেকে ছাড় পায়নি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরও। চারপাশের থৈ থৈ করছে জল।
রানওয়ে থেকে হ্যাঙার, সর্বত্রই আম্ফান তার ছাপ রেখে গেছে। যেদিকেই চোখ যাবে শুধু জল আর জল। বোঝাই যাচ্ছে না এটা বিমানবন্দর নাকি কোনো নদী। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি হ্যাঙার ভেঙে পড়েছে। সেখানে একটি বিমানও রাখা ছিল। তবে বিমানটির কোনোরূপ ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কলকাতা বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, “হ্যাঙারে এখনো জল জমে রয়েছে। জল সরাতে বেশ টাইম লাগবে এবং হ্যাঙার সরাতেও অনেক সময় লাগবে। যত শীঘ্রই সব ঠিক করা যায় তার চেষ্টা চলছে।”