নিউজপিডিয়া ডেস্ক: করোনা আশংকায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হবে বেলুড়মঠ। আগামিকাল রবিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বেলুড়মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ একথা জানিয়েছে।
লকডাউনের পর এক এক করে আনলক ৩তে দেশ পা রাখলেও রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। আনলক ৩ এর প্রথম দিনেই আক্রান্ত হয়েছে ৫৭ হাজার। দেশে মোট আক্রান্ত প্রায় ১৭ লক্ষ। বাংলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭০ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা ১৫০০ এর বেশি। গোটা দেশে মোট মৃতের সংখ্যা প্রায় ৩৭ হাজারের কাছাকাছি।
আজ দেশে আনলক ৩ এর প্রথম দিন। আর প্রথম দিনেই সর্বোচ্চ রেকর্ড ৫৭ হাজারেরও বেশি। তাছাড়া গোটা দেশে পালিত হচ্ছে বকরি ঈদ। করোনা সংক্রমণের আতঙ্কে রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী সুবিরানন্দ। এর আগে তারাপীঠও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল।