জলপাইগুড়ি, ৬ আগস্ট: জলপাইগুড়ি জেলার জেলাশাসক অভিষেক তিওয়ারিকে কামতাপুরি স্টুডেন্ট অর্গানাইজেশনের কর্মীরা পাঁচ দফার দাবিতে স্মারকলিপি প্রদান করলেন। তারা আগামী ২০২১ সাল থেকে কামতাপুরি ভাষাতে রাজ্যের স্কুল-কলেজে পড়ানো, তার সাথে সাথে বাংলায় ২৭শে মে মাঘ চিলা রায় ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ক্ষত্রিয় দিবস ও সরকারি ছুটি ঘোষণার দাবি করেন।
তাদের দাবি, কামতাপুরি ভাষা স্বিকৃতি পাওয়া সত্ত্বেও তাদের ছেলে-মেয়েরা সেই ভাষায় পঠন-পাঠন করতে পারছেন না। তাই তারা আগামী ২০২১ সাল থেকে জেলার সমস্ত স্কুলে ও কলেজে কামতাপুরি ভাষায় পড়ানোর দাবি করেন। প্রায় ২০ জন কর্মী নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিতে আসেন কেএসও কর্মীরা। স্মারকলিপি দেওয়ার পর তারা বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় রায়, জেলা সভাপতি পার্থ রায় সহ আরও অনেকে।