রাহেন খন্দকার, দিনহাটা: ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে রক্তদান শিবির ও সংবর্ধনা কর্মসূচি গ্রহণ করল এস এফ আই ও ডি ওয়াই এফ আই। মঙ্গলবার নাজিরহাট বড়োশাকদল আঞ্চলিক কমিটির উদ্যোগে দিনহাটা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় নাজিরহাট নেতাজি ক্লাবে রক্তদান শিবির আয়োজন করে। পাশাপাশি এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও জেলা সম্পাদক শম্ভু চৌধুরী, এস এফ আই এর জেলা সম্পাদক প্রণয় কার্যী, এস এফ আই নেতা সাব্বির রহমান, কপিল রায়, ডিওয়াইএফআই নেতা মানস বর্মন, আসিম সাহা প্রমুখ।
এদিনের রক্তদান শিবির সম্পর্কে এসএফআই এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন, লকডাউন এর ফলে হাসপাতলে রক্তের সংকট দেখা দিয়েছে। অথচ মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য রক্ত জরুরি হয়ে উঠেছে। কাজেই এই সংকটময় সময়ে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিনের এই রক্তদান শিবিরে সাতজন ছাত্রছাত্রী সহ মোট ৫৪ জন রক্তদান করেন বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে।