রাহেন খন্দকার, দিনহাটা: ‘অভয় ২’ নামক ওয়েব সিরিজে শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুকে এক ধরনের অপরাধীদের সাথে দেশ প্রেমিক শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি সাঁটিয়ে কালিমালিপ্ত করার অপচেষ্টার বিরুদ্ধে দিনহাটায় বিক্ষোভ দেখাল এসএফআই ও ডিওয়াইএফআই। সোমবার দিনহাটা পাঁচমাথা মোড়ে সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, এসএফআই নেতা অংশুমান রায়, ডিওয়াইএফআই নেতা অভিক সরকার, টুটুল সরকার, কৌশিক রায় প্রমুখ।
এদিকে বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন, সম্প্রতি জি ফাইভ এর অভয় ২ নামক ওয়েব সিরিজে দেখা গিয়েছে দাগি সন্ত্রাসবাদি আসামি ছবির সাথে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ছবি সাঁটানো রয়েছে। যা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে কালিমালিপ্ত করা হয়েছে। তিনি আরো বলেন জি ফাইভ এর কর্ণধার বিজেপি সাংসদ সুভাষচন্দ্র গোয়েঙ্কা। বিজেপি আরএসএস প্রেমিকদের খুশি করার জন্য ওয়েব সিরিজে সন্ত্রাসবাদীদের সঙ্গে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি সাঁটানো হয়েছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দাবি শুধু টুইটারে ক্ষমাপ্রাপ্ত নয়। সামগ্রিকভাবে এই তথ্যচিত্রটি ওয়েবসাইট থেকে তুলে দিতে হবে এবং সামগ্রিকভাবে সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষমা চাইতে হবে।