ফিরোজ হক, জলপাইগুড়ি: ছয় দফা দাবিতে জলপাইগুড়ি জেলার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করলো বাম ছাত্র যুবদের সংগঠন। ২১ -শে জানুয়ারি ছিল বাম ছাত্র যুব সংগঠনের ডিএম অফিস অভিযান। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থান থেকে বাম ছাত্র যুব সংগঠনের একাধিক শাখা মিলিতভাভাবে ডিএম অফিস অভিযান শুরু করে।
তাদের এই যাত্রায় পুলিশ প্রশাসন বাধা দিতে আসলে তারা পুলিশের তিনটি ব্যারিকেট ভেঙে দিয়ে ডিএম অফিসের প্রবেশদ্বারে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করে।
অবশেষে জলপাইগুড়ি জেলা শাসক ছয় দফা দাবিতে বাম ছাত্র যুব সংগঠনের ডেপুটেশন জমা নেন।
এদিনের ডেপুটেশনে চা শ্রমিকদের নূন্যতম মজুরি ও জমির পাট্টা প্রদান, মাসিক ৬০০০ টাকা বেকার ভাতা প্রদান সহ একাধিক দাবি তুলে ধরা হয়।