সোমনাথ দত্ত, মালবাজার: মাল ব্লকের বিভিন্ন এলাকায় ক্যাম্প করে কলেজে ভর্তির ফর্ম ফিলআপ ও ভর্তি সংক্রান্ত সমস্ত রকমের সহযোগিতায় এগিয়ে এলো বামপন্থী ছাত্র সংগঠন S. F. I. ও D. Y. F. I এর সদস্যরা। তারা মালবাজার শহর, ক্রান্তি এলাকায় ক্যাম্প করে নতুন সকল ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তির ফর্ম ফিলআপ করে দিচ্ছেন এবং ভর্তি সংক্রান্ত সমস্ত সহযোগিতা করছেন।
এ প্রসঙ্গে ছাত্র নেতা ঋষভ রায় বলেন বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি মেনে আমরা ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তি সংক্রান্ত সহযোগিতা করছি যাতে তারা ঘাবড়ে না যায় এবং সঠিক ভাবে কলেজে ভর্তির ফর্ম ফিলিং করতে পারে তার সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে করা হবে। অপর দিকে যুব নেতা সমীর সিংহ বলেন আমরা ছাত্র ছাত্রীদের সব সময়ই সমস্ত ধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা চাই বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ছাত্র ছাত্রীরা সঠিক ভাবে কলেজ নির্বাচন করতে পারে এবং ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু সঠিক ভাবে করে উঠতে পারে। এই জাতীয় ক্যাম্প, ক্রান্তি এলাকাতেও করা হয়েছে, বাকি এলাকাতেও “রেড ভলান্টিয়াররা ” কলেজে ভর্তি সংক্রান্ত কাজ করে চলেছেন। S. F. I. ও D.Y.F.I সদস্যদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষজন। এই জাতীয় ক্যাম্প ছাত্র ছাত্রীদের কাছেও বর্তমান সময়ে খুবই সহযোগিতা করেছে বলে সকলের অভিমত। কলেজ গামী ছাত্র ছাত্রী জয় শিব নন্দী, তৃষা কর, রিঙ্কু সাহা প্রমুখ বলেন ফর্ম ফিলআপ নিয়ে চিন্তায় ছিলাম S. F. I. দাদারা ভরসা দিয়েছিলো আজ ক্যাম্প এসে ফর্ম ফিলআপ করে স্বস্তি পেলাম। এই ক্যাম্পগুলি পরিচালনা করছেন শুভম নন্দী, আকাশ দত্ত, ধ্রুবজ্যোতি বিশ্বাস, দেবজ্যোতি ভট্টাচাৰ্য প্রমুখ কর্মীবৃন্দ।