নিউজপিডিয়া ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক মাসে জাতির উদ্যেশ্যে ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দেন। আর প্রধান মন্ত্রীর এই উদ্যেশ্যকে হাতিয়ার করে জেইই ও এনইইটি এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য সাধারণ প্রবেশ পরীক্ষা স্থগিত করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আজ কেন্দ্রীয় সরকারকে “স্টুডেন্টস কে মান কি বাত” অর্থাৎ শিক্ষার্থীদের মনের কথা শোনার জন্য বলেছেন। সুপ্রিম কোর্টে এই পরিক্ষাগুলির শুনানি হওয়ার পর তিনি টুইট করে এ কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, “করোনার এই অতিমারিতে ভারত সরকারকে অবশ্যই এনইইটি, জেইই পরীক্ষার বিষয়ে # শিক্ষার্থীদের মনের কথা শুনতে হবে এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে।”
কংগ্রেস নেতার এই টুইটের পর দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও পরিক্ষা নেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার এবং “বিকল্প ব্যবস্থা করার” জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার পরীক্ষাগুলি নেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যেই এডমিট কার্ডও দেওয়া শুরু হয়ে গেছে এবং বেশিরভাগ শিক্ষার্থীরাই তা ডাউনলোড করেছে।
শীর্ষ আদালত ইতিমধ্যে জেইই এবং এনইইটি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা যে পিটিশন দিয়েছিল তা খারিজ করে দিয়েছে। জেইই (মেইন) পরীক্ষাটি ১লা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ১৩ ই সেপ্টেম্বর এনইইটি পরীক্ষার সূচি রয়েছে।