বিশেষ সংবাদদাতা, ইসলামপুর: অনলাইনের মাধ্যমে রবিবারের সাহিত্য আড্ডার মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল ইসলামপুরে। ইসলামপুরের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ ও কলকাতার বিভিন্ন স্থান থেকেও অনেকে অংশগ্রহণ করেন।
এদিনের অনলাইন আসরে সভাপতিত্ব করেন নিশিকান্ত সিনহা৷ এপ্রিল মাসে জন্মগ্রহণকারী দুই বাংলার দুই দিকপাল ব্যক্তিত্ব – কাজী আবদুল ওদুদ ও নারায়ণ সান্যালের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন উপস্থাপনায় আসর সমৃদ্ধ হয় ৷ উদ্বোধনী অনলাইন সংগীত পরিবেশন করেন অভিজিৎ আচার্য৷
সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় আসরকে সমৃদ্ধ করেন করোনা মোকাবিলায় বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিনয়ভূষণ বেরা৷ এছাড়াও প্রাবন্ধিক কাজী আবদুল ওদুদের কর্মজীবন নিয়ে আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ড. বাসুদেব রায়। সাহিত্যিক নারায়ণ সান্যালকে আলোকপাত করেন প্রসূন শিকদার৷
স্বরচিত কবিতা পাঠে অন্তিম গুহ, নিশিকান্ত সিনহা, অভিজিৎ আচার্য, পম্পা দাস, চন্দন সিংহ, রাজু দাস, সুদীপ্ত ভৌমিক, গীতাঞ্জলি কুন্ডু, অনুষ্কা দাস, কোয়েল গুণ, প্রসূন শিকদার, উজ্জ্বল দত্ত প্রমুখ ৷ করোনার এই কঠিন সময়ে গানে কথায় হাসি ঠাট্টার এই সৃজনশীল আসর মানসিক অবসাদ দূর করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে বলে জানান আড্ডার সম্পাদক প্রসূন শিকদার।