বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: এলাকার প্রধান পাকা রাস্তার পাশে গর্ত নিয়ে বিপদের আশঙ্কা বাড়ছে স্থানীয়দের। তাঁরা দ্রুত গর্ত সংস্কার করার দাবি তুলেছেন। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় দেব অধিকারী, বাপি সরকার ও অমিত সেন জানান, বেলতলি -দেওয়ানগঞ্জ যাওয়ার রাস্তাটি অনেক দিন আগেই ভেঙ্গে গিয়েছিল। গর্ত সৃষ্টি হয়েছে।বৃষ্টিতে দিনদিন গর্ত আরো বড়ো হচ্ছে।এতে রাস্তার পাকা অংশ ভেঙ্গে পড়তে পারে। ক্ষতি হতে পারে সদ্য সংস্কার হওয়া রাস্তাটি। মাঝে মধ্যেই দুর্গঘটনায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষ সহ যানবাহনকে।চিন্তিত অটো চালক সহ এলাকার মানুষ। তাঁদের দাবি, দ্রুত গর্ত সারাই করা হোক না হলে যেকোনো মুহূর্তে বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে পূর্ত দপ্তরের স্থানীয় এক আধিকারিক জানান, বিষয়টি তাঁদের নজরে আছে। দ্রুত গর্তটি সংস্কার করা হবে।