অশোক মিত্র, জলপাইগুড়ি: প্রশাসনের কাছে বহু আবেদন নিবেদন করার পরও বেহাল রাস্তা সংস্কারের কোনও ব্যবস্থা হয়নি। জানা গেছে, ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া অঞ্চলের উত্তর খয়েরবারির পূর্বপাড়ার রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন ধরে কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। প্রতিবাদে রবিবার কর্দমাক্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রাস্তাটির সংস্কার কাজ করার জন্য প্রশাসনের নানা মহলে আবেদন নিবেদন করা হয়েছিল এমনটাই জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কিন্তু কোনও লাভ হয়নি। চলতি বর্ষায় রাস্তা কাদায় ভরে যাওয়ায় সাধারণের হাঁটাচলা বাধ্যবাধকতা হয়ে পড়েছে অভিযোগ স্থানীয়দের। এলাকার বাসিন্দা রতন মন্ডল বলেন, বর্ষা আসলেই রাস্তার এই রকম অবস্থা হয়। তার ওপর নতুন করে মাটি ফেলাতে সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে দ্বিগুন। পথচারীরা সাইকেল, গাড়ি কোন কিছু নিয়েই যাতায়াত করতে পারছেন বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসন দ্রুত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে জানান। বারঘরিয়ার প্রধান প্রতাপ মজুমদার জানান, কিছু কিছু জায়গায় পাথর, বালি দেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে কাজ চলছে। খুব শীঘ্র রাস্তার সমাধানের ব্যবস্থা করা হবে।