সোমনাথ দত্ত, মালবাজার: রবিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান বাজার এলাকার একটি বাড়ি থেকে বিষাক্ত স্পেক্টেকল প্রজাতির কোবরা সাপ উদ্ধার করলো এলাকার সর্পপ্রেমী সৈয়দ নোয়িম বাবুন। জানাগেছে, রবিবার সকালে লুকসান বাজার এলাকায় সোনিয়া প্রসাদের বাড়ির ভিতরে কুন্ডলী পাকিয়ে থাকতে দেখা যায় সাপটিকে। খবর ছড়িয়ে পড়তেই সাপ দেখতে ভীড় জমান স্থানীয়রা। খবর পেয়ে সর্পপ্রেমী বাবুনবাবু ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।
বাড়ির মালিক বলেন, সকালে হটাৎই দেখতে পাই ঘরের ভিতরে কুন্ডলী পাকিয়ে ফনা তুলে বসে রয়েছে সাপটি। ভয়ে বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে। মানুষের ভীড় জমে যায়। পরে বাবুন বাবুকে খবর দিলে উনি এসে সাপটিকে উদ্ধার করেন। বাবুনবাবু বলেন, “সাপটিকে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের হাতে তুলে দেওয়া হবে। এটি একটি স্পেক্টেকাল প্রজাতির কোবরা। বর্ষার সময় উচু জায়গা খুঁজে উঠে আসে। খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীরা জানিয়েছেন সাপটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।