শিলিগুড়ি: লকডাউন পরিস্থিতিতেই বই প্রকাশ হল শিলিগুড়িতে। সম্প্রতি শিলিগুড়ি শহরে কবি সম্পা পালের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হল। কাব্যগ্রন্থটির নাম দেওয়া হয়েছে আধুনিকতা কেন্দ্রিক ‘বিশ্বায়নে বনলতা।’
বইটির নাম প্রসঙ্গে লেখিকা কাব্যগ্রন্থটির মুখবন্ধে বলেছেন, “বিশ্বায়ন মানেই অপ্রত্যাশিত স্বপ্ন ও স্বপ্ন ভেঙে যাবার গল্প, যার মাঝে ‘বনলতা’ আজও জীবিত সত্তা। যাকে সামনে রেখে পৃথিবীতে এখনও বেঁচে ওঠা যায়। এই ভাবনা থেকেই আমার প্রথম কাব্যগ্রন্থ ‘বিশ্বায়নে বনলতা’।”

বিদ্যালয় জীবন থেকেই কবিতাতে লেখিকার হাতে খড়ি। বিভিন্ন দেশীয় পত্রিকার পাশাপাশি বিদেশের পত্রিকাগুলিতেও লেখিকার লেখা প্রকাশিত হয়।
জানা যায়, লকডাউনের পূর্বেই লেখিকার পান্ডুলিপি মনোনীত হয়েছিল ‘কর্পারেট পাবলিসিটি’তে। কিন্তু হঠাৎ করে করোনা পরিস্থিতির আগমনে চার ফর্মার বইটির আনুষ্ঠানিক প্রকাশ সম্ভব হয়নি। তাই প্রকাশ সংস্থার উদ্যোগে লেখিকার বাড়িতে বইগুলি পৌঁছে দেওয়া হয়।