
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : লকডাইনের গেরোয় উপার্জনহীন হয়ে পড়েছেন প্রচুর সাধারণ মানুষ। অনেককে আধপেটা খেয়েই দিন কাটাতে হচ্ছে। এমনই এক পরিবারের দেখা মিললো কোচবিহার রাজবাড়ি সংলগ্ন এলাকায়। রাজবাড়ির ঠিক পিছনে বাঁধের রাস্তার ধারের ঝুপড়িতে এক ভিক্ষাজীবী পরিবার বাস করে। সঞ্চয়ের সব টাকা শেষ হওয়ায় অন্যের মুখাপেক্ষী করে তাঁরা দিন গুজরান করছেন। সম্প্রতি শহরের বাসিন্দা অভিজিৎ দাস, দীপাঞ্জন সরকার, জ্যোতিস্মান দাস, জিতাদিত্য দাস প্রমুখ ওই পরিবারের পাশাপাশি বেশ কিছু পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন।
কিন্তু দীর্ঘ লকডাউনে তা যথেষ্ট নয়। অভিজিৎবাবুর আর্জি, সহৃদয় ব্যক্তিরা যদি উদ্যোগী হয়ে ওই পরিবারকে সাহায্য করেন, তাহলে এই সংকটকালে তাঁরা অভুক্ত থাকবে না।
সাহায্যকারীদের পক্ষ থেকে জ্যোতিস্মান দাস বলেন, “আমরা চাইছি গোটা শহরবাসী জরুরী পরিস্থিতিতে এরকম পাশে দাঁড়াবে।