
দ্য থার্ড আই ডেস্ক : দেশে করোনা মোকাবিলায় জারি রয়েছে লকডাউন যার মেয়াদ আগামী ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে লকডাউনের সীমা আরো বাড়তে চলেছে। আপাতত ১৪ এপ্রিল থেকে বেড়ে ৩০ এপ্রিল হচ্ছে। তবে স্থানভেদে এই নিয়ম আলাদা হতে পারে।
আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অঙ্গরাজ্য গুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাতে দিল্লী, হরিয়ানা, পাঞ্জাব সহ অধিকাংশ রাজ্যগুলি ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীও তাতে সহমত পোষণ করেন। যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে আজ কালের মধ্যে সেটির ঘোষণা করা হতে পারে। দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় করোনা পরিস্থিতির মোকাবিলায় ভারত ভাল জায়গায় রয়েছে। কারণ ভারত তুলনামূলকভাবে আগেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল।
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।