
দ্য থার্ড আই ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্সের পর ওড়িশা প্রথম রাজ্য যেখানে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। বৃহস্পতিবার মূখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্য ক্যাবিনেটের সাথে বৈঠকের পর এই কথা ঘোষণা করেন।
আপাতত লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকলেও স্কুল, কলেজ খুলবে ১৭ জুন। ওড়িশার তরফ থেকে কেন্দ্রকেও পরামর্শ দেওয়া হয়েছে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর।
ওড়িশার স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর রাজ্যে এখন পর্যন্ত ৪২ জন কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে।