সুকুমার দাস, মহেশতলা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল একটি লরি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন চালক।
সোমবার সকাল ৫টা নাগাদ মহেশতলা পৌরসভার ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুল ধরে যাচ্ছিল ফুড কর্পোরেশনের একটি লরি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে নিচে পড়ে যায় লরিটি। জনবহুল ওই এলাকায় সেইসময় লোকজন কম থাকায় বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো এলাকাবাসী। তা নাহলে প্রাণহানির আশঙ্কা আরও বাড়ত। এক্ষেত্রে সামান্য জখম হয়েছেন লরিচালক। তবে প্রাণহানির মতো বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত লরিটি বজবজের আছিপুরে ফুড কর্পোরেশনের গোডাউনে রেশনের দ্রব্যাদি খালি করে তারাতলার দিকে যাচ্ছিল। ঠিক সেইসময় গাড়ির কোন যান্ত্রিক ত্রুটির ফলে গাড়ির চালক উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারে। তারপর উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে পড়ে গাড়িটি। সোমবার সপ্তাহের প্রথমদিন কর্মব্যস্ততা থাকার জন্য ওই এলাকায় খুব যানজটের সৃষ্টি হতে পারে। তাই তড়িঘড়ি মহেশতলা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।