নিউজপিডিয়া ডেস্ক : অবশেষে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে উদ্যোগী হল মাদ্রাসা সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গের প্রচুর মাদ্রাসায় প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত শিক্ষকই বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। অনেকদিন ধরেই মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের দাবি তুলেছিল শিক্ষানুরাগী মহল।
রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রধান শিক্ষক নিয়োগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তম এসএলএসটি এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে কবে থেকে প্রধান শিক্ষক পদের জন্য আবেদন শুরু হবে তা স্পষ্ট করে বলেনি কমিশন। কমিশন জানিয়েছে, আগামী 6 সেপ্টেম্বর ফের বিজ্ঞপ্তি দিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা অক্টোবরের শেষের দিকে হবে। এদিন বিজ্ঞপ্তিতে এই বিষয়টি স্পষ্ট করেছে কমিশন।

এদিকে অনেকদিন পর মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে খুশি শিক্ষানুরাগী মহল। কমিশনের আশা দ্রুত মাদ্রাসার প্রধান শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে।