নিউজপিডিয়া ডেস্ক: নিজেদের জীবন বাজি রেখে দিন রাত এক করে করোনা আক্রান্তদের চিকিত্সা সেবায় রত আছেন তারা। আগামীতে তাঁদের নিজেদের সংসার কী ভাবে চলবে তা জানা নেই। কারণ ঠিকমতো মিলছে না বেতন। এমনই অবস্থার সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে।
কয়েক মাস ধরে ঠিকমতো মাইনে না পেয়ে ধর্মঘটের হুমকি দিয়েছেন এইসব ডাক্তাররা। তাদের বকেয়া সম্পূর্ণ পরিশোধ না করলে পরিষেবা বন্ধ করেই পথে নামার কথা জানিয়েছেন তারা। ধর্মঘটের হুমকি দেওয়া চিকিত্সকদের মধ্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে কর্মরত বিএমসি-র ২২ জন চুক্তি নির্ভর চিকিত্সক রয়েছেন। অপরপক্ষে রয়েছেন যোগেশ্বরী এইচবিটি ট্রমা সেন্টারের ২৭ জন এবং কুপার হসপিটালের একজন চিকিৎসক।
কুপার হাসপাতালের চিকিত্সক গত ৪ মাস ধরে বেতন না পাওয়ার কথা জানিয়েছেন। ওই চিকিৎসক বলেন, “আমি প্রতিদিন সকাল ৮টায় হাসপাতালে পৌঁছই। পৌঁছে ওয়ার্ড এবং আউটডোরে রোগী দেখি। মার্চ মাস থেকে কোন বেতনই পাইনি। প্রতি সপ্তাহে শুধুই আশ্বাস শুনছি। তবে এইভাবে চলা যাচ্ছে না।”
অপরদিকে বিএমসি-র সঙ্গে যুক্ত ২২ জন চিকিৎসক জানিয়েছেন যে, প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতনের জায়গায় পাচ্ছেন মাত্র ২৪ হাজার! বেতনের কথা বার বার কর্তৃপক্ষকে জানিয়ে জবাব না পেয়ে নিজেদের অপমানিত ও প্রতারিত বোধ মনে করছেন তাঁরা।