নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: জল্পনার অবসান। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মনখারাপ করা খবর দিলেন মাহি! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রাম পোস্ট করে নিজের অবসরের কথা জানালেন এমএসডি।
ভারতের সফলতম ক্যাপ্টেন হিসাবে ধরা হয় তাকে, তার নেতৃত্বে ভারত বিশ্বকাপ ২০১১ সালে জেতে, এছাড়াও, চাম্পিয়ন্স ট্রফি, টি-টুয়েন্টি বিশ্বকাপ ছাড়াও বহু সিরিজ জিতিয়েছেন। ফেসবুক,টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় তার অগণিত ভক্তরা মন খারাপের স্টাটাস দিচ্ছে।